কাতার এয়ারওয়েজের সঙ্গে ৬০০ কোটি ডলার মূল্যের একটি চুক্তি বাতিল করেছে ইউরোপীয় বহুজাতিক অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস।
চুক্তির আওতায় ৫০টি এ৩২১নিও যাত্রীবাহী উড়োজাহাজ কোম্পানিটির কাছ থেকে কেনার কথা ছিল কাতার এয়ারওয়েজের।
এই চুক্তি বাতিলের ফলে সম্প্রতি সরবরাহ করা এ৩৫০এস-এর রঙ নিয়ে চলমান আইনি লড়াই নতুন মাত্রা পাবে।
গত বছর ডিসেম্বরে এয়ারবাসের বিরুদ্ধে লন্ডনের একটি আদালতের দ্বারস্থ হয় কাতার এয়ারওয়েজ।
এ৩৫০ উড়োজাহাজের একাধিক সমস্যার পর তারা এই পদক্ষেপ নেয়।
কাতারি কোম্পানির অভিযোগ, সম্প্রতি সরবরাহ করা এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজগুলোর রঙে ফাটল ধরছে এবং খসে পড়ছে।
এর ফলে বজ্রপাত থেকে রক্ষা পেতে কপার মিশ্রণের আবরণ বেরিয়ে পড়ছে।