ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-শারজাহ এবং চট্টগ্রাম-আবুধাবি রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালাবে শারজাহভিত্তিক বিমান সংস্থা ‘এয়ার এরাবিয়া’।
আগে এই দুই রুটে ১০টি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন করত বিমান সংস্থাটি। তবে ফ্লাইট সংখ্যা বাড়লেও কমেনি ভাড়ার পরিমাণ।
এখনো এই রুটে ভাড়া আকাশচুম্বী।
চট্টগ্রাম-শারজাহ রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট চলবে।
আর চট্টগ্রাম-আবুধাবি রুটে চলবে সপ্তাহে চারটি।
এত ফ্লাইট বাড়ার পরও ভাড়া নাগালে আসেনি।
ফ্লাইট ভাড়া যাচাই করে দেখা গেছে, ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম-দুবাই রুটে ‘ফ্লাই দুবাই’য়ের একমুখী ভাড়া ৮৭ হাজার টাকা।
একই দিন চট্টগ্রাম-শারজাহ রুটে ‘এয়ার এরাবিয়া’র ভাড়া প্রায় এক লাখ টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, এয়ার এরাবিয়া চট্টগ্রাম-শারজাহ রুটে আগে সাতটি ফ্লাইট চলত, এখন সেটি বেড়ে ১০টি হয়েছে।
আর চট্টগ্রাম-আবুধাবি রুটে একটি ফ্লাইট বেড়ে ৪টি হয়েছে।
এর ফলে আগের চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে পারবে বিমান সংস্থাটি।