সুখী দেশের তালিকায় বাংলাদেশ অষ্টম

2016_07_31_17_39_43_YMpgf18J9aPhuo8UAFuXacqMzoQ0Cy_originalবিশ্বের ১৪০টি দেশের মধ্যে সবচেয়ে সবুজ-শ্যামল ও সুখী দেশের তালিকায় অষ্টম অবস্থানে ঠাঁই পেয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক নিউ ইকনমিকস ফাউনডেশান (এনইএফ) শুক্রবার (২৯/০৭/২০১৬) বিশ্বের সুখী দেশের ওপর এই প্রতিবেদন প্রকাশ করেছে।

সুখী দেশের তালিকায় বাংলাদেশ স্কোর করেছে ৩৮.৪ পয়েন্ট। ৪৪.৭ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কোস্টা রিকা এবং ১২.৮ পয়েন্ট পেয়ে শেষ স্থানে রয়েছে শাদ।

এনইএফ প্রতিবেদনে বলা হয়, ‘সুখী পৃথিবীর এই তালিকায় সবার সুখে থাকার বিষয়টিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস প্রাধান্য দেয়া হয়েছে। এই তালিকা থেকে বোঝা যাবে কোন দেশ ও জাতি দীর্ঘমেয়াদী সুখী জীবন নিশ্চিত করতে কতটা সার্থক।’

প্রতিবেদনে বলা হয় হ্যাপি প্ল্যানেট ইনডেক্স নামের এই জরিপে ৪টি জিনিস প্রাধান্য দেয়া হয়েছে- ভালো থাকা, আয়ু, আয়ের সাম্যতা এবং পরিবেশগত পদাঙ্ক। সেখানে বলা হয়, গত ২৫ বছরে বাংলাদেশ স্থায়ী অগ্রগতি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘নবায়নযোগ্য শক্তিখাতে কর্মসংস্থানে ২০১৪ সালে সেরা ১০টি দেশের তালিকায় প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ। মানুষের জীবনযাত্রার সাচ্ছন্দ্য ও আয়ুর ক্ষেত্রে বাংলাদেশের স্কোর খুবই কম, কিন্তু একই জিডিপির তুলনায় অন্যান্য দেশের তুলনায় সেটা অনেক বেশি।’

৭০.৮ বছর গড় আয়ুর দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান ১৪০ দেশের মধ্যে ৮১তম। কিন্তু আবার পরিবেশগত পদাঙ্কের দিক থেকে অবস্থান দ্বিতীয়।

প্রতিবেদনে বলে হয়, এতো প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের মানুষের সুখী হওয়াটা আশ্চর্য ব্যাপার। কারণ উন্নত, ক্ষমতাবান ও ধনবান পশ্চিমা দেশগুলো বরং এই তালিকায় নিচের দিকে রয়েছে।

সুখী দেশের তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ৩৪, জারমানি ৪৯, জাপান ৫৮, চীন ৭২, অস্ট্রেলিয়া ১০৫ এবং যুক্তরাষ্ট্র ১০৮ নম্বর অবস্থানে রয়েছে। এদিকে দক্ষিণ এশিয় দেশগুলোর মধ্যে শ্রীলংকা ২৮, পাকিস্তান ৩৬, নেপাল ৪২, ভারত ৫০, ভূটান ৫৬ এবং বার্মা ৮১। সবাইকে পেছনে ফেলে বাংলাদেশে সবুজে শ্যামল সুখী দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.