মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

Malo20160801035547দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে মানবতার ঐক্য কামনায় মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুয়ালালামপুর তিতিওয়াংসা একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শত ষড়যন্ত্র সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, বিএনপির মদদে জামায়াত-শিবিরের লোকজন সন্ত্রাস চালাচ্ছে। একাত্তরের চেতনায় ও শেখ হাসিনার নেতৃত্বে এসব জঙ্গিদের নির্মূল করতে হবে। এ জন্য যত রকমের সহায়তা প্রয়োজন তা প্রবাসের বাঙালিরা দিতে বদ্ধ পরিকর।

এছাড়া বাংলাদেশের জঙ্গিবাদের উৎস ধ্বংস করার স্বার্থেই অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ এবং বিএনপির জঙ্গিদের দ্রুত বিচার আদালতে সোপর্দ করা দরকার বলেও মন্তব্য করেন তারা।

গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত হোসেন তিনুর সভাপতিত্বে ও সহ দফতর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মুক্তিযুদ্ধা হাজী মো. মতিউর রহমান, গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম রোসি, সহ সভাপতি মো. শামসুল হক, আব্দুল আজিজ, মো. হারুনুর রশিদ, জসিম উদ্দিন চাদ, বি বাড়িয়া জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে গুলশান হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.