শিগগির বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন কমছে।
আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’
তিনি বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমস্যা সমাধানে সরকার সবধরনের চেষ্টা করছে।
শিক্ষার্থীদেরও অধিকারের পাশাপাশি দায়িত্বও রয়েছে।
শাবিপ্রবির সৃষ্ট সমস্যা খুব বড় নয়।
সবার সহযোগিতায় আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের নিয়ে সমাধান করা হবে।
সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।’
দীপু মনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব।
দেশে শিক্ষার প্রচার-প্রসারে বর্তমান সরকার খুবই আন্তরিক।
সরকার চায়, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো থাকে। উপযোগী পরিবেশে থাকে।’