ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

PMBg20160801162133বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

সোমবার (০১ অাগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন৷ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷

বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে৷

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বলেন৷ একইসঙ্গে ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দেন৷

প্রধানমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের যেন খাদ্যের কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ তাছাড়া বন্যাজনিত রোগ-ব্যাধি যেন ছড়িয়ে না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এজন্য খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধপত্র বিতরণ করতে হবে।

এ সময় তিনি খাদ্যমন্ত্রীর কাছে খাদ্যের মজুদ সম্পর্কে জানতে চান৷ খাদ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ৭ লাখ টন খাদ্য কেনা হয়েছে, অারও কেনা হবে৷ সব মিলিয়ে ১২-১৩ লাখ টন খাদ্য কেনার বিষয়টি প্রক্রিয়াধীন অাছে৷

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি আরও হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই পানি তো আসবে। এর ফলে বন্যা আরও বাড়তে পারে। বন্যা পরিস্থিতির অবনতি হলেও তা যেন সহজেই মোকাবেলা করা যায়, সে প্রস্তুতি রাখতে হবে’।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-এমপিদেরকে নিজ নিজ এলাকায় গিয়ে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দেন।

তিনি বলেন, ‘সরকারি ত্রাণ তৎপরতার পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা চালানো হবে। ইতোমধ্যেই দলের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছি। দলের ৮টি টিম করে নেতারা কাজ শুরু করেছেন’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.