হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবাদান এলাকাগুলো বাদ রেখে কিছু স্থানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার ব্ল্যাকআউট মহড়া চালানো হবে বলে জানিয়েছে বিটিআরসি।
জননিরাপত্তা নিশ্চিত ও জঙ্গিবিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে সোমবার (১ আগস্ট) বিকেল থেকে মধ্যরাতের যেকোনো সময় কিছু সময়ের জন্য ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সেবা বন্ধ রাখা হবে।
বিটিআরসির সচিব সরওয়ার আলম বলেন, জরুরি পরিস্থিতিতে কতটুকু সক্ষমতা আছে তা যাচাইয়ের জন্য এ মহড়া চালানো হবে।
তিনি বলেন, মধ্যরাতে যে সময় ইন্টারনেট ব্যবহার খুব বেশি থাকে না সে সময় এ পরীক্ষা চালানো হতে পারে।
তবে কোন কোন স্থানে এটি হবে তা প্রকাশ করেননি বিটিআরসি সচিব।
হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো এর বাইরে থাকবে জানিয়ে বিটিআরসি সচিব বলেন, এর ব্যাপ্তি হবে খুবই কম সময়ের জন্য। ১০ থেকে ১৫ মিনিট বা কিছু বেশি সময় এ পরীক্ষা চালানো হবে।
বিটিআরসি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিপিএবি) যৌথ উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হচ্ছে। মহড়া চলাকালে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, সন্ধ্যা থেকে রাত একটার মধ্যে এই ‘ড্রিল’ হতে পারে। ঢাকার দু’তিনটি স্থানে এটা হতে পারে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।
দেশে বর্তমানে ২৯টি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান রয়েছে।
বিটিআরসি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ মহড়ার আয়োজন করা হচ্ছে।
এক মাস আগে গুলশানে হামলাকারী জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমে ছবি অনলাইনে প্রকাশ করেছিল বলে জানতে পারে বিটিআরসি।