পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এ কারণে পুরো আগস্ট জুড়েই মালয়েশিয়া আওয়ামী ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করবে। ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় শোকের মাস যথাযথ মর্যাদায় উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে।
এ উপলক্ষ্যে ১ আগষ্ট (সোমবার) মালয়েশিয়ার বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে মালয়েশিয়া ছাত্রলীগের উদ্যোগে ‘শোকের মাস আগষ্ট’ পালনের প্রস্তুতি এবং সাংগঠনিক কর্মকাণ্ডের উপর এক সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদারের পরিচালনায় সভার শুরুতেই গুলশানে হোলি আর্টিসানে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি- মোফাজ্জল খান মাসুম, সহ-সভাপতি শেখ মো. ইরফান (নির্ঝর), আবদুল্লাহ আল আনাচ, রিপন, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও আবদুল্লাহ আল রাফি, সাংগঠনিক সম্পাদক ফ্যসাল আহমদ ও আবু তাহের, দফতর সম্পাদক এহসানুল হক তানবির, সাংস্কৃতিক সম্পাদক শাহ্পরান, তথ্য ও গবেষণা সম্পাদক জিহাদ, সানওয়ে ছাত্রলীগের আহ্বায়ক তারিকুল আলম অভি, ইয়েস একাডেমী ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহমেদ চৌং, অর্থ সম্পাদক কুয়ালালামপুর আব্দুর রাজ্জাক, অলিম্পিয়া কলেজ সভাপতি ফুয়াদ আল আমিনসহ মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় শেখ মুজিবের সংগ্রামী জীবন এবং বিশ্বের মানচিত্রে বাঙালির জন্যে স্বাধীন একটি আবাসভূমির জন্যে বঙ্গবন্ধুর নিরলস সংগ্রাম-লড়াইয়ের ধারাবিবরণী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপনের কর্মসূচিও গ্রহণ করা হয়।
সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে পুরো আগস্ট মাসকে ‘শোকের মাস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও চূড়ান্ত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আগষ্টের প্রথম প্রহরেই জাতীর জনককে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রঙ্গণে মানবন্ধন কর্মসূচী। ১৫ আগস্ট কালো ব্যাজ ধারণ। ১৪ই আগস্ট মালয়েশিয়া ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ হাই-কমিশনে অসহায় শ্রমিকদের বিনামূল্যে ফরম পূরণ ও অনলাইন ফরম পূরণ।
এছাড়া বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর ছবি সংযোজন, দোয়া ও মিলাদের আয়োজন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিভিন্ন কলেজ ইউনিট নিয়ে আলোচনা সভা পালন।