ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যেমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
চুমকি বলেন, ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য ৭৫-এর ষড়যন্ত্রকারীরা আজও সক্রিয়। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানানো হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ খুব কম সময়ের মধ্যে স্বাধীনতা অর্জন করে। আর শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ আজ পৃথিবীর ৮ম সুখী দেশ।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫ দিনব্যাপী জাতীয় শোক দিবসের কার্যক্রম উদ্বোধন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ঘুরে দেখেন।
বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু গ্রন্থমালা প্রদর্শনী ও বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৪ আগস্ট একাডেমির প্রশাসনিক ভবনের নিচতলায় সংগীত প্রতিযোগিতা, ৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে গল্প বলার আসর, সভাকক্ষ প্রশাসনিক ভবনের নিচতলায়, ৬ আগস্ট শিশুগ্রন্থ ভবনের ৪র্থ তলায় আবৃত্তি প্রতিযোগিতা, ১১ আগস্ট শিশু গ্রন্থভবনের ২য় তলায় রচনা লিখন প্রতিযোগিতা, ১২ আগস্ট সকাল ১০টায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন, বিকাল সাড়ে তিনটায় একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি থাকছে আয়োজনে।
১৮ আগস্ট বিকেল ৫টায় আলোচনা ও পুরস্কার বিতরণসহ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান।