‘বিএনপির মহাসচিবকে জিনে ধরেছে, জিন তাড়ানোর ব্যবস্থা করুন’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা।
কিন্তু আমাদের নেত্রী দেখিয়ে দিয়েছেন, সারা দুনিয়া থেকে টিকা সংগ্রহ করেছেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে ১ কোটি মানুষকে একযোগে টিকা দেবেন।
যারা বস্তিবাসী তাদের ধরে ধরে টিকা দেওয়া হচ্ছে।

রবিবার বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মহাসচিবকে জিনে ধরেছে। বিএনপির নেতাদের বলবে, জিন তাড়ানোর ব্যবস্থা করুন। বিএনপি এখন আওয়ামী লীগের দুর্নীতি খুঁজছে। অথচ তাদের আমলে দেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ দেশকে যখন এগিয়ে নিচ্ছে বিএনপি তখন গুজব, অপপ্রচার ও অপরাজনীতিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশ থেকে করোনার টিকা নিয়ে এসে জনগণকে দিতে চাইলেন তখনও বিএনপি বললে, ওই টিকা দিলে জনগণের ক্ষতি হবে। অথচ পরে ফখরুল, রিজভীও গোপনে টিকা নিলেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপ্রতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম কায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আকতার জাহান এবং প্রফেসর মেরিনা জাহান এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.