প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৫ : হজ নিবন্ধনের সময়সীমা ২৬ ফেব্রুয়ারি থেকে ৩দিন বাড়িয়ে ১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি ৪৮ হাজার ৩৩১ টাকা থেকে কমিয়ে ২৮ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তবে নিবন্ধনের পর বাকি টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
আদেশে বলা হয়েছে, নিবন্ধনের জন্য হজযাত্রীপ্রতি বিমানভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ইতিপূর্বে ঘোষিত ৪৮ হাজার ৩৩১ টাকার পরিবর্তে শুধু মোয়াল্লেম ফিসহ অন্যান্য ফি বাবদ ২৮ হাজার ৭৪ টাকা ১ মার্চের মধ্যে জমা দেয়া যাবে। তবে এজেন্সিওয়ারী কোটা ও দেশের কোটা পূর্ণ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না বলেও আদেশে বলা হয়েছে।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে হজের টাকা জমা নেয়া হচ্ছে। ৮ ডিসেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৪৮ হাজার ৩৩১ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয় ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২-এর মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ হবে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি বৈঠকে আগের ঘোষণার এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করেই নিবন্ধনের সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।
চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আরও খবর