মধ্যরাতে ইন্টারনেট বন্ধের মহড়া

Internet-sm20160802070416জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধের প্রস্তুতি হিসেবে রাজধানীর রমনা এলাকায় মহড়া চালিয়েছে বিটিআরসি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিপিএবি)।

সোমবার (০১ আগস্ট) দিনগত রাত ১টার পরে এই মহড়া চালানো হয়। এতে কিছুক্ষণের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এ সময় মোবাইলের ভয়েস কল সার্ভিসও বন্ধ রাখা হয়েছিলো।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবাদান এলাকাগুলো বাদ রেখে এই মহড়া চালানোর কথা আগেই জানিয়েছিলো বিটিআরসি।

বিটিআরসি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ মহড়ার আয়োজন। এক মাস আগে গুলশানে হামলাকারী জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমে ছবি অনলাইনে প্রকাশ করেছিলো, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে তখন বিটিআরসিকে ইন্টারনেট সেবা বন্ধে বেগ পেতে হয়।

বিটিআরসির সচিব সরওয়ার আলম বিকেলে বলেন, জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধে নিয়ন্ত্রক সংস্থা এবং মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এ মহড়া।

মহড়ার সময় ব্রডব্যান্ড ইন্টারনেট, ওয়াইম্যাক্স এবং মোবাইল ইন্টারনেট সেবা একেবারে বন্ধ হয়ে যায়। বর্তমানে দেশে ২৯টি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এবং ৪৯০টি আইএসপি ইন্টারনেট সেবা দিয়ে আসছে।

একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশে ইন্টারনেট বন্ধের মহাড়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.