মালয়েশিয়া ইমিগ্রেশনে নতুন মহাপরিচালক

malayasia20160802164617মালয়েশিয়া ঘুষ-দুর্নীতিতে ছেয়ে গেছে বলে অভিযোগ সে দেশে কর্মরত সকল বিদেশি শ্রমিকের। এ বিষয়ে প্রতিটি প্রবাসীরই রয়েছে তিক্ত অভিজ্ঞতা।

এই ধারাবাহিকতা চলতে থাকলে এক সময়ে মালয়েশিয়াতে পর্যটনখাতে আয় শূণ্যের কোঠায় নেমে যাবে বলে আশংকা করছেন দেশটির কর্মকর্তারা।

এই শূন্যতা থেকে কেটে উঠার লক্ষ্যে মালয়েশিয়া ইমিগ্রেশনে নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সাবেক দুর্নীতি দমন কমিশনার দাতুক সেরি মুস্তাফার আলী।

দায়িত্ব গ্রহণের পর গত সোমবার এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে দাতুক সেরি মুস্তাফার আলী সহকর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন বিভাগে দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। এসব বিষয় পুরোপুরি তদারকির মধ্যে আসলে তখন অনিয়মের আর কোন সুযোগ থাকবে না। দুর্নীতির সকল পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

তিনি আরো জানান, এখনো ইমিগ্রেশনে হাজার হাজার শ্রমিকের ভিসা সংক্রান্ত পাসপোর্ট আটকা পড়ে আছে। সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে অনুসন্ধান করে বের করে আনা হবে। যাচাই বাচাইয়ের মাধ্যমে এসব পাসপোর্টের সুরাহা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.