ট্রাম্প-পত্নীর নগ্ন ছবি নিয়ে তোলপাড়

melania_trumph_20857_0ফার্স্ট লেডি মিশেল ওবামার ভাষণ চুরি করে আলোচনায় এসেছিলেন। ফের তিনি আলোচনায় এলেন নগ্ন ছবি দিয়ে।

তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

রোববার দ্য নিউইয়র্ক পোস্ট নব্বই দশকে তোলা মেলানিয়ার নগ্ন ছবি তাদের কাভার করেছে। এরপর এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

নিউইয়র্ক পোস্ট কাভার ছাড়াও বিভিন্ন ভঙ্গিমার তিনটি এক্সক্লুসিভ ছবি প্রকাশ করেছে। সেখানে মেলানিয়ার পায়ে হাই-হিল ছাড়া একটি সুতাও নেই। ছবিগুলোতে বিশেষ ভঙ্গিমায় স্পর্শকাতর অঙ্গ দু’হাত দিয়ে আড়াল করে রেখেছেন মেলানিয়া।

এছাড়া টুইটার পেজে ছবি দিয়ে নিউইয়র্ক পোস্টের ক্যাপশন, ‘টুডেজ কাভার: মেলানিয়া ট্রাম্প, এর আগে তাকে আপনি কখনও এভাবে দেখেননি।’

ছবিগুলো ১৯৯৫ সালের, ম্যানহাটনে এক মডেল সেশনে তোলা এই ছবিগুলো দিয়ে খবর প্রকাশ করেছিল ফ্রেঞ্চ ট্যাবলয়েড ম্যাক্স।

ছবির বিষয়ে মেলানিয়ার স্বামী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মেলানিয়া অন্যতম সফল মডেল এবং অনেক বিখ্যাত ম্যাগাজিনের কাভারের জন্য তাকে ছবিই তুলতে হয়েছে।’
নিউইয়র্ক পোস্টের কাভার

তিনি আরও বলেন, ‘ইউরোপিয়ান ম্যাগাজিন ছবিগুলো তুলেছিল, বিষয়টি আমি জানি। ছবিতে তাকে (মেলানিয়া) খুবই সাধারণ ও ফ্যাশনেবল লাগছে।’

স্লোভেনিয়ায় জন্ম নেয়া এই মডেলের ২৫ বছর বয়সে ছবিগুলো তোলা হয়। সে সময়ে তিনি মেলানিয়া কে নামে মডেলিং করতেন এবং ফ্রেঞ্চ ফটোগ্রাফার অ্যালে ডি বাসেভিল এই ফটোশুট করেছিলেন।

ওই ফটোগ্রাফার ট্যাবলয়েড ম্যাক্সকে বলেন, ‘মেলানিয়া খুবই অসাধারণ। চমৎকার ব্যক্তিত্বের অধিকারী এবং আমার প্রতি সদয় ছিলেন।’

এই ফ্যাশন শো-ই পরে মেলানিয়াকে খ্যাতি এনে দেয়। অবশ্য এরপর ১৯৯৮ সালে নিউইয়র্কে আরেক ফ্যাশন উইকে মেলনিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয়।

এরপর সাত বছর চুটিয়ে প্রেম করে ২০০৫ সালে ধনকুবের ট্রাম্পের সঙ্গে ফ্লোরিয়ায় মেলানিয়া বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সাবেক এই মডেলের বর্তমান বয়স ৪৬ বছর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.