জঙ্গিবাদ রুখতে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হতে হবে

du-220160802193134সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার মিলনায়তনে ‘গণমাধ্যম ও জঙ্গিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (ডিইউএমসিজে) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণমাধ্যম রুখবেই জঙ্গিবাদ, প্রিয় বাংলাদেশ’ শ্লোগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে ডিইউএমসিজে’র অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান বলেন, দেশের তরুণদেরকে মগজ ধোলাই করে যারা জঙ্গিবাদে সম্পৃক্ত করছে গণমাধ্যম তাদের আসল ধোলাই দিবে।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ক্ষেপেছে। একাত্তরে আমরা যে ঐক্যে পৌঁছে ছিলাম, মনে হচ্ছে এখন তার কাছাকাছি পৌঁছে গেছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। গণমাধ্যমে যারা কাজ করছেন, তাদেরও ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। যার প্রমান জঙ্গিদের লাশ পরিবারের গ্রহণ না করা। আজকে গণমাধ্যমকে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক সংবাদ প্রচার করতে হবে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

এর আগে ডিইউএমসিজে’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি র্যামলি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

র্যা লিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর সি মজুমদার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৬২ সালের ২ আগস্ট ঢাবির গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.