সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে ১শ কোটি ৫৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা জুন মাসের চেয়ে ৪৬ কোটি মার্কিন ডলার কম। জুন মাসে দেশে রেমিটেন্স এসেছিল ১শ ৪৬ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। অর্থাৎ অর্থবছরের প্রথম মাসে প্রাবাসীদের পাঠানো রেমিটেন্সের গতি হোঁচট খেলো।
কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্সের হালনাগাদ তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে ১শ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ৪১ লাখ ডলার কম। গত বছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছিল ১শ ৩৮ কোটি ৯৫ লাখ ডলার।
জনশক্তি রপ্তানিতে মন্দাবস্থা, তেলের দরপতন, বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের ফেরত আসা ও দেশে মন্দা পরিস্থিতির কারণেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ থেকেই রেমিটেন্স কমছে।
তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ তে দেশে ৫ দশমিক ৭ শতাংশ রেমিটেন্স কম এসেছে। ২০১৫-১৬ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে ১ হাজার ৪৯২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। যা তার আগের অর্থবছরে (২০১৪-১৫) এসেছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। সে হিসাবে সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিটেন্স কমেছে ৩৯ কোটি ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ।
বরাবরের মত এবারও বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক।