হাজিদের কোরবানির পশুর মূল্য ৪৬০ রিয়াল নির্ধারণ

117803_1351077869_7607চলতি বছর হজে কোরবানির পশুর কুপনমূল্য ৪৬০ রিয়াল নির্ধারণ করেছে সৌদি সরকার। সরকারের অনুমোদনক্রমে স্থানীয় ইসলাম উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে পশু কোরবানি দেয়া হয়।

মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস পরিচালক মোহাম্মদ মাকসুুদর রহমান ২৯ জুলাই এক চিঠিতে কোরবানির পশুর মূল্য নির্ধারণ সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করেন। আগ্রহী হাজিদের মক্কা আল মোকাররমা, মদিনা আল মোনাওয়ারা ও মিনাতে নির্দিষ্ট কাউন্টার থেকে উল্লেখিত ৪৬০ সৌদি রিয়াল জমা দেয়া কুপন সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট (বিজি ১০১১) ৪ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। একই দিন বিকেল ৫টায় দ্বিতীয় ফ্লাইট (বিজি ৫০১১) ঢাকা ছাড়বে। প্রথম দুটি ফিরতি ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিট ও রাত ১১টা ২০ মিনিটে হাজিরা ঢাকা ফেরত আসবেন। মোট ১৩টি করে ২৬টি ফ্লাইটে যাত্রীদের আনা-নেয়ার কাজ শেষ হবে।

চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯১ হাজার ৭৫৮ জন। ১০ হাজারের নির্ধারিত কোটা বরাদ্দ থাকলেও সরকারিভাবে প্রায় পাঁচ হাজার যাত্রী হজে যাবেন। বাকি কোটা বেসরকারি হাজিদের মাধ্যমে পূরণ হবে। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.