আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা চাইলেন মেয়র

sm-ccc20160803130108নগরীর খুলশী, নাসিরাবাদসহ বিভিন্ন আবাসিক এলাকার ভবনে অবৈধভাবে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (০৩ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ২১টি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সমন্বয় সভায় সিডিএ’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জসিম উদ্দিনকে এ ব্যাপারে নির্দেশনা দেন তিনি।

মেয়র বলেন, খুলশীতে রেস্ট হাউস শুরু করে এমন কিছু বাদ নেই, যা এ এলাকায় নেই। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে স্কুল হচ্ছে। প্রচুর যানজট হচ্ছে। আবাসিকের বাসিন্দারা বেরোতে পারছে না। প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি। তাই নকশা অনুমোদনের সময় আবাসিক নাকি বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়েছে দেখা দরকার। তালিকা পেলে অবৈধ ব্যবহার বন্ধ করা হবে। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। পুলিশের সখ্যতার কারণে তারা বুক ফুলিয়ে ব্যবসা করছে। যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এটি সিরিয়াসলি নিতে হবে। মেয়র নগরবাসীকে ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে রেহাই এবং সম্প্রসারিত সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরানোর উদ্যোগ নিতে বলেন।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র অনুযায়ী নগরীর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো চসিকের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা বা প্রকল্প নিতে হবে। প্রতি তিন মাস পর এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানের প্রধানকে আসতে হবে।

সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর প্রমুখ বক্তব্য দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.