দেনমোহরের জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো

গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।
এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়।
এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ।
এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন।
সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। তাদের দাম্পত্য কলহ এখন চরম আকার ধারণ করেছে।

এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সুবাহ।
সেখানে তিনি বলেন, অনেক আপু-ভাবিরা আছেন যারা মানে করেন- শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন, না।
ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া।
অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া।
কথা হলো- বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে।
একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।
আমার অধিকার আমি ছাড়বো কেনো।
মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়।
আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে।
এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.