ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ঘিরে সরবরাহ উদ্বেগ থেকে আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
১০০ ডলার ছাড়িয়ে তেলের দাম প্রতি ব্যারেল ১৪০ ডলারে উঠে আসে।
তবে বড় দেশগুলোর মজুদ ছাড়ার ঘোষণায় গত সপ্তাহে দাম কিছুটা কমেছে।
যদিও সপ্তাহের শেষ দিন গত শুক্রবার দাম আবারও ৩ শতাংশের বেশি বেড়েছে।
বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাব অনুযায়ী, গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডাব্লিউটিআই তেলের দাম ৩.১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ১০৯.৩৩ ডলার।
আর লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ১১২.৬৭ ডলার।
এদিকে বিশ্ববাজারে তেলের চাহিদা নিয়ে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি জানায়, ২০১৯ সালে বিশ্বে দৈনিক প্রায় ১০ কোটি ব্যারেল তেলের প্রয়োজন হয়েছে।
তবে বিশ্ব চাহিদার ৫ শতাংশের ১ শতাংশেরই প্রয়োজন হয়েছে যুক্তরাষ্ট্রের, অর্থাৎ দেশটি দৈনিক দুই কোটি ব্যারেলের বেশি ব্যবহার করেছে।
এর পরেই রয়েছে চীন ও ভারত।
দেশ দুটি যথাক্রমে দৈনিক এক কোটি তিন লাখের বেশি ও প্রায় ৫০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে।