বাজারে ভোক্তার নাভিশ্বাস উঠলেও বেড়েই চলেছে ডাল ও চালের দাম।
মূল্য তালিকা হালনাগাদ না করা, মেয়াদোত্তীর্ণ দুধ রাখা, পাকা রসিদ দেখাতে না পারায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে চারটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রমজান মাসের আগে বাজার স্থিতিশীল রাখতে বৈঠকের পর বৈঠকের করছে সরকারের বিভিন্ন সংস্থা।
এরইমধ্যে দুইদিনে দেশি মসুর ডালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।
রমজানে চাহিদা বাড়ায় ডাবলি ডালের দাম দুই সপ্তাহে বেড়েছে কেজিতে ১০ টাকা।
৫ দিনের চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।
তবে খানিকটা কমেছে চিনি ও পেঁয়াজের দাম।
বাজারে ভোক্তা অধিকার জারিমানা করেছে এমন একজন বিক্রেতা বলেন, মূল্য তালিকায় আগের দিনের তারিখ থাকায় ৩ হাজার জরিমানা করা হয়েছে।
এদিকে বাড়তি দামে বিপাকে পড়া করা ক্রেতারা বলেন, মূল খাদ্যদ্রব্যগুলো একদাম করে দেওয়া উচিত এবং লিখিত রাখা বাধ্যতামূলক করা উচিত।
সব ধরনের পণ্যের দাম বেড়েছে। কোনোটির দামই কমেনি।
সব কিছুই অসহনীয় অবস্থায় রয়েছে।
সবকিছুর দাম আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
ভোক্তার যখন নাভিশ্বাস তখনও কোনো কোনো দোকানে রয়েছে মেয়াদোত্তীর্ণ পণ্য, কোথাও নেই পাকা রশিদ বা আজকের মূল্যতালিকা।
এসব অনিয়ম ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে।