বাংলাদেশে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণ কেন্দ্র নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের কারখানা কখনও ছিল না এবং আগামীতেও স্থাপনের সুযোগ নেই।
প্রতিমন্ত্রী জানান, জাপানের নিকি এশিয়া গণমাধ্যম কোন তথ্যের ভিত্তিতে এই সংবাদ প্রকাশ করেছে তা জানতে চেয়ে চিঠি পাঠানো হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ-বিদেশের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।
এ খবর পুরোটাই অসত্য। এ বিষয়ে ভারতের উদ্বেগ জানানোর বিষয়টিও সঠিক নয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১১ সালে চীন থেকে যেসব সামরিক অস্ত্র কেনা হয়েছে তা রক্ষণাবেক্ষণে সহযোগিতা দিচ্ছে দেশটি। তবে এজন্য আলাদা করে স্থাপনা তৈরির প্রয়োজন নেই।
জাপানের অন্যতম জাতীয় সংবাদপত্র নিকি এশিয়ায় গত সপ্তাহে ‘বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সতর্ক ভারত’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা এটুকু বলতে চাই বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই।
যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না।
আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব। ’