জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধের আরও মহড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সক্ষমতা যাচাইয়ে গত মঙ্গলবার (২ আগস্ট) মধ্যরাতে রাজধানীর রমনা এলাকায় মহড়া চালানোর পর এ কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (৩ আগস্ট) বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটি সাধারণ বিষয়, পৃথিবীর সব দেশেই মহড়া হয়। কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কিনা- এগুলো দেখা হয়।
মঙ্গলবার রাত ১টার পর ভোর সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত মহড়া চালানো হয় বলে জানান এই কর্মযজ্ঞের নেতৃত্বদানকারী বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান।
তিনি বলেন, কোনো ছুটির দিনে রাতের বেলা, যে সময় গ্রাহকের কোনো সমস্যা হবে না; সেই সময় মহড়া চালানো হবে। এটি চলমান প্রক্রিয়া। নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মহড়া চালানো হবে।
জানা যায়, ওইদিন রাতে একটি সংবাদপত্রের অনলাইন ভার্সনের একটি ইউআরএল, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বাংলা ভার্সনের একটি ইউআরএল, একটি পর্ন সাইট এবং অপর একটি ডোমেইন বন্ধ রাখা হয়েছিল।
গত ০১ জুলাই গুলশানে হামলার পর জঙ্গিরা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ছবি প্রকাশ করে। তার আগে ইন্টারনেট বন্ধে বেগ পেতে হয় বিটিআসিকে। এই প্রেক্ষিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধের মহড়া চালানো হয়।