মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ১১০

Malasia20160803173900অবৈধ অভিবাসীদের আটকে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ১১০ জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক দাতুক মুস্তাফার আলীর নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগের ৫০ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল টানা ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করেছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, পুচংয়ের বন্দর বারুত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের ১১০ অবৈধ শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে সবাইকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

দাতুক মুস্তাফার আলী বলেন, যারা অবৈধপথে মালয়েশিয়ায় অবস্থান করছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ছাড়া বৈধপথে এসে কোনো কারণে যারা অবৈধ হয়েছেন; তাদের রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় এনে বৈধকরণ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.