জেলার সোনারগাঁ উপজেলার পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। ধাওয়াকারী পুলিশ কনস্টেবলও গণপিটুনিতে মারা গেছেন। নিহত ওই যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার রাইজদিয়া এলাকাতে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল আরিফুর রহমান ও ‘মাদক ব্যবসায়ী’ আব্দুল মতিন (৪৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বিকেল ৬টায় এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামের এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যান।
পুলিশ ধাওয়া দিলে আবদুল মতিন দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যান। এসময় তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুর রহমানও পুকুরে নামেন। পুকুরে ডুবে আবদুল মতিনের মৃত্যু হয়। পরে আরিফুর রহমান তীরে ওঠার সময়ে এলাকার লোকজন ইটপাটকেল ছুঁড়তে থাকেন। এতে পুলিশের কনস্টেবল আরিফুরও মারা যান।
ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।