গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত।
এছাড়াও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান দেশের প্রবীণ এই নাগরিক।
খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা জানতে চেয়েছি।
আমার মতে তার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি।
আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার।