হজযাত্রীদের জন্য বাংলালিংকের রোমিং অফার

Hajj-Mobile20160803194804বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজফ্লাইট বিজি-১০১১ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫ হাজার ২০০ জন, অবশিষ্টরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজযাত্রীদের জন্য মোবাইল অপারেটর বাংলালিংক দিচ্ছে আকর্ষণীয় রোমিং অফার। এসএমএস এর মাধ্যমে তাদের গ্রাহকদের এই সেবার বিষয়ে জানাচ্ছে কোম্পানিটি।

রোমিং অফারে ইনকামিং কলে ১৫ টাকা এবং যে কোনো নম্বরে কল করতে মিনিটে ২৫ টাকা খরচ পড়বে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.