যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজেরা অপরাধী হয়ে, অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। র্যাবের সাফল্য ভালো চোখে না দেখে দেশের একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সরকারপ্রধান।
সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যাব সদর দফতর আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জলদস্যুমুক্ত সুন্দরবন কিংবা সন্ত্রাস-জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সৃষ্টি থেকেই নিরলস কাজ করছে র্যাব। সাফল্যের ১৮ বছর পার করেছে দেশের এ এলিট ফোর্সটি।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সাফল্যের ইতিহাস র্যাবের রয়েছে এবং তারা যথেষ্ট সাফল্য দেখাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র্যাবের ভেজাল বিরোধী অভিযান চলছে।
এতো সফলতার পরও এ ফোর্সের কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না অনেকেই-এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, যে দেশে অপরাধীদের আশ্রয় দিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হয়, র্যাব কর্মকর্তাদের ওপর সেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ।