বাংলাদেশের সাফল্যগাথা নিয়ে কথা বলবেন সজীব ওয়াজেদ জয়

Agamir Bangladesh_2এটিএন বাংলায় ৫ আগস্ট রাত ১০ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর একান্ত সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আগামীর বাংলাদেশ’।

এটিএন বাংলার স্টুডিওতে ধারণকৃত এই বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ. ই. মামুন। পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

সঞ্চালকের সঙ্গে একান্ত আলাপচারিতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয় জানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গঠনে তাঁর চিন্তাধারা, পরিকল্পনা ও ডিজিটাল বাস্তাবয়নের সাফল্যগাথার কথা।

ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে সম্পর্কেও দর্শকদের অনেক তথ্য দিয়েছেন তিনি। কথা বলেছেন পারিবারিক এবং রাজনৈতিক জীবন নিয়ে। এছাড়াও তরুণ প্রজন্মের জন্য পরামর্শ এবং নির্দেশনারও দিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.