‘নারীদের আওয়ামী লীগে আনতে পারলে জয় নিশ্চিত’

মহিলা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী।
তাই নারীদের আওয়ামী লীগে আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।

আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সমুন্নত করেছেন শেখ হাসিনা।
চাকরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.