পাড়া-মহল্লায় উৎসবের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে ছেলেমেয়েরা বাহিরে বের হতে চায় না।
তারা এখন বিচ্ছিন্ন।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টর মাঠে উত্তরা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পাড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমও বাড়াতে হবে।
ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিতে হবে।
শিক্ষা, দীক্ষা ও খেলাধুলা- এই তিনটির সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।
মেয়র বলেন, একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারি, সারি ও পালাগানের আসর বসতো।
সেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। আমি চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করবে।
আমাদেরকে ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।