বিএনপির নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকায় ‘আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যেকোনো বিষয়েই তারা নেতিবাচক প্রচারণা চালায়।
তাদের এই নেতিবাচক রাজনীতি না থাকলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেত।’