‘এখন জাতীয় সরকার নিয়ে তর্কের দরকার নেই’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সরকার ইস্যুতে এখন তর্কের প্রয়োজন নেই।

এখন সবার এক কথা- এই সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ অনশনের আয়োজন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, সরকার পতনের আন্দোলনে আগামীতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এ প্রতিশ্রুতি দেবেন।
সবার এক কথা সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন। এ লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.