ফরিদপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর প্রকোপ। হাসপাতালে যেন ঠাঁই নেই অবস্থা। বেডগুলো ভর্তি। মেঝে ও বারান্দাগুলোতেও ডায়রিয়া রোগী ভর্তি।
এমন পরিস্থিতি পুরো জেলাজুড়েই। হাসপাতালগুলোর সিটের তুলনায় আক্রান্ত রোগীর হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
একই অবস্থা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে। ফলে এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের মেঝে-বারান্দাও ভরে গেছে ডায়রিয়া রোগীতে
রোববার ফরিদপুর শহর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে এ এসব তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদর হাসপাতলে ডায়রিয়া রোগীর সিট সংখ্যা ১০টি। কিন্তু সেখানে কোনো সিট খালি নেই।
প্রায় তিনগুণেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।