হাসপাতালের মেঝে-বারান্দাও ভরে গেছে ডায়রিয়া রোগীতে

ফরিদপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর প্রকোপ। হাসপাতালে যেন ঠাঁই নেই অবস্থা। বেডগুলো ভর্তি। মেঝে ও বারান্দাগুলোতেও ডায়রিয়া রোগী ভর্তি।
এমন পরিস্থিতি পুরো জেলাজুড়েই। হাসপাতালগুলোর সিটের তুলনায় আক্রান্ত রোগীর হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

একই অবস্থা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে। ফলে এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালের মেঝে-বারান্দাও ভরে গেছে ডায়রিয়া রোগীতে

রোববার ফরিদপুর শহর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে এ এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদর হাসপাতলে ডায়রিয়া রোগীর সিট সংখ্যা ১০টি। কিন্তু সেখানে কোনো সিট খালি নেই।
প্রায় তিনগুণেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.