রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহতার মধ্যেই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর এক প্রেমিক জুটি বিয়ে করেছেন।
দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি চেকপয়েন্ট থেকে বেশি দূরে নয়, যেখানে এমন ঘটনা ঘটল।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভ্যালেরি ও লেস্যা, দুজনেই বর-কনের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা ছোট সেই অনুষ্ঠান পরিবেষ্টন করে রাখেন।
ভিডিওতে লেস্যাকে ফুলের তোড়া ধরে রাখতে দেখা যায়।
এছাড়া নববধূকে একটি সাদা ঘোমটা পরতে দেখা যায়।
তিনি হাসছিলেন এবং ভ্যালেরির হাত ধরেন।