দ্রব্যমূল্য নিয়ে গতকালের মিছিলের সঙ্গে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার আসামি।
তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। অন্যান্য মামলাও তার বিরুদ্ধে আছে। গতকাল মিছিলের সঙ্গে তার গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।
জ্বালাও পোড়াও ও মানুষ পুড়িয়ে মারার হুকুমদাতাদের গ্রেফতার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।