‘পদ্মা সেতু থেকে শুধু টোল আদায় নয়, প্রফিটও করবো’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরের শেষে জুনে পদ্মা সেতু চালু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছি। পদ্মা সেতু থেকে শুধু টোল আদায় নয়, প্রফিটও করবো।
কিন্তু টোলের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।
আমরা একটা কথা সুষ্পষ্টভাবে বলতে চাই।
পদ্মা সেতুতে আমরা যে পরিমাণ খরচ করেছি, সেটা পূর্ণমাত্রায় টোল বাবদ আদায় করবো।
আমরা অন্যান্য প্রোজেক্টগুলো থেকেও কিন্তু টোল আদায় করছি।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের এ প্রত্যাশার কথা জানান অর্থমন্ত্রী।

পদ্মা সেতু চালু হতে বিলম্ব হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মা সেতু চালু হবে। আমরা প্রত্যাশা করে আছি এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা।
আমাদের বছরটি শেষ হবে জুন মাসে। আমাদের ফিন্যান্সিয়াল বছর যেটি জুনে শেষ হবে।
আমরা বিশ্বাস করি, এরমধ্যে আমরা এটি চালু করতে পারবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.