বাংলাদেশ দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না: জিএম কাদের

ঋণের বোঝা নিয়ে চললে দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, শ্রীলঙ্কার শিক্ষিতের হার ৯৫ শতাংশ।
যারা অনেক আগেই মধ্যম আয়ের দেশ হয়েছে।
তাদের রিজার্ভ প্রচুর ছিল। লোক সংখ্যা অনেক কম‌। মাত্র দুই কোটি।
কিন্তু এই সমৃদ্ধশালী দেশ হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল। শ্রীলঙ্কা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে, আমি মনে করি যে, বিষয়টি সরকার যেভাবে দেখছেন, আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন।

বৃহস্পতিবার জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতিবিদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লাখ কোটি টাকার মতো।
সব মিলিয়ে সাড়ে ১১ লাখ কোটি টাকার মতো বর্তমান সরকারের এখনও ঋণ রয়েছে।
এই বছরও দেশি-বিদেশি এক লাখ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে।
এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে, তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.