বাজারের শক্তি দেখার কোনো উপায় নেই।
বাজারের পরিচালকরা সবকিছু মাপযোগ করে ফেলেন।
বাজারের শক্তি ননস্টপ, এ শক্তির সামনে আমরা কিছুই না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
‘অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি : ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে নারীর অংশীদারত্বের অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনাসভায় মন্ত্রী এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, বাজারের পরিচালকদের শক্তি আরও বেশি।
বাজার থেকে তারা শক্তি অর্জন করেন।
শ্রীলঙ্কার এ অবস্থার জন্যও বাজারের শক্তি দায়ী।
কোন কোন মোড়ল শ্রীলঙ্কার এই অবস্থা তৈরি করেছে, তা বেরিয়ে আসবে।