‘বুকটা ফেটে যাচ্ছে’

অচেনা ভাষার গান। একটি শব্দের অর্থও জানা নেই।
তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও পাওয়া গেল।

নেটদুনিয়ায় ভাইরাল গানটি হলো শ্রীলংকান শিল্পী ইয়োহানি ডি সিলভার ‘মানিকে মাগে হিতে’।
ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে আগ্রহের কমতি নেই।
নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন।

গভীর চাহনী আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি।
ইতোমধ্যে সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।
আর এ জন্য তার নাম দেশ বিদেশের নানা খবরের পত্রিকায় এসেছে।
তবে এবার আসল এক ভিন্ন কারণে।

মূলত চলমান শ্রীলঙ্কার সংকটের কারণে তিনি আবেদন জানিয়েছেন অন্যান্য দেশের মানুষের প্রতি।
কারণ ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশজুড়ে চলছে জ্বালানির হাহাকার।
পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কান জনগণ।

ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানান ইয়োহানি।

তিনি বলেন, ‘পৃথিবীর সব জায়গা থেকে নিশ্চয়ই আপনারা আমাকে দেখছেন।
আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি কাজের কারণে, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়।
আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.