‘সব বিরোধী দলকে আটক করে একতরফা নির্বাচন করতে চায় সরকার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা নতুন খেলা শুরু করেছে।
নির্বাচনি নির্বাচনি খেলা করে তারা সেই নির্বাচনি বৈতরণী পার হতে চায়। সব বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে আটক করে একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়।

নেতাকর্মীদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে।
এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.