পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই পোশাক শ্রমিকসহ সব কারখানার শ্রমিকদের বোনাস এবং চলতি (এপ্রিল) মাসের অর্ধেক বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিজয় নগরের শ্রম ভবনে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা মালিকদেরকে ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া, মার্চের বেতন, এপ্রিল মাসের ১৫ দিনের বেতন ও বোনাস দিতে হবে।
সভায় অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ প্রমুখ।