ঈদের ছুটির আগেই বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই পোশাক শ্রমিকসহ সব কারখানার শ্রমিকদের বোনাস এবং চলতি (এপ্রিল) মাসের অর্ধেক বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিজয় নগরের শ্রম ভবনে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা মালিকদেরকে ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া, মার্চের বেতন, এপ্রিল মাসের ১৫ দিনের বেতন ও বোনাস দিতে হবে।

সভায় অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.