বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ ‘সময় কাটুক গানে গানে’ সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
‘বিশেষ সময় কাটুক গানে গানে’র আজকের পর্বে গান পরিবেশন করবেন শিল্পী অদিতি মহসিন। প্রজোযনা-আসিফ রহমান ও আলমগীর রাসেল। প্রচারিত হবে ৫ আগস্ট শুক্রবার রাত ১১ টা।