ইসলামের পথে পুরোপুরি মনোনিবেশ করায় অভিনয় একেবারে ছেড়ে দিয়েছেন অভিনেত্রী ও মডেল ইশিকা খান।
এর আগে টেলিভিশনের জনপ্রিয় মুখ অ্যানি খানও ইসলামের পথে এসে অভিনয় ছেড়েছিলেন।
বলা যায় বিয়ের পরেই অনেকটা শোবিজ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ইশিকা। কেননা বিয়ের পর তাঁকে থিতু হতে হয় ইংল্যান্ডে।
দেশটির লন্ডন শহরে বসবাস করতে শুরু করেন স্থায়ীভাবে।
ফলে দেশের শোবিজ অঙ্গনের সঙ্গে দূরত্ব বাড়তেই থাকে।
অথচ মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই মডেল নিজের নামের সঙ্গে দ্রুতই জনপ্রিয় শব্দটি যুক্ত করে ফেলেন।
ইশিকা অভিনয় করছিলেন, করছিলেন উপস্থাপনাও।
ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন।
এখন স্বামী-সংসার নিয়েই ব্যস্ত ইশিকা। অভিনয়ে ফেরার কথা আর মোটেও ভাবছেন।
সংসার ও বাচ্চাদের বড় করার পেছনে সময় দেবেন। এছাড়াও বাকি সময়টা ইসলামী কাজে মনোনিবেশ করবেন।