কানাডিয়ান সেই তরুণীকে ফের হাইকোর্টে হাজির করার নির্দেশ

রাজধানীর উত্তর মুগদায় বাবা-মায়ের বাসায় বন্দি রাখার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ১৯ বছর বয়সী তরুণীকে ফের আদালতে উপস্থিত করার জন্য বলেছেন হাইকোর্ট।
আগামী কাল সকাল সাড়ে ১০টায় মেয়েকে হাজির করার জন্য বাবাকে বলেছেন আদালত।

তবে, আজ আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছেন।
তাতে বলা হয়েছে, তরুণী যদি কানাডা যেতে চান তাকে বাধা দেওয়া যাবে না।
আর লেখাপড়ার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পর তরুণীর নিরাপত্তা কানাডিয়ান সরকারকেই নিশ্চিত করতে হবে।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন বাবার পক্ষের আইনজীবী আজিম উদ্দীন পাটোয়ারি।

এ বিষয়ে শুনানির নির্ধারিত দিনে মঙ্গলবার (১২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এসব আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন।
সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান ও আয়েশা আক্তার।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.