অলিম্পিকের মশাল রিলেতে বাংলাদেশি ইউনূস

13921155_664492147034027_3283333127252574226_nআরও একবার বাংলাদেশিরা গর্বিত হলো। অলিম্পিকে অংশগ্রহণ নয়, সম্মানজনক মশাল হাতে ঘুরলেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূস। বৃহস্পতিবার রিও ডি জেনেরিওতে অন্যান্য তারকাদের সঙ্গে মশাল হাতে নেন তিনি।

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি অলিম্পিকের মশাল হাতে প্রদক্ষিণ করার সম্মান লাভ করল। ড. ইউনূসের এই প্রতিনিধিত্ব এবার ক্রীড়াজগতে, যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আরও সম্মাজনক অবস্থানে নিলেন।

তার একদিন আগে, অর্থাৎ বুধবার অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে বক্তৃতা করেন এই গুণী ব্যক্তিত্ব। সেখানে তিনি সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অলিম্পিকস ও খেলাধুলা কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে কথা বলেন।

ড. ইউনূস ওই অনুষ্ঠানে ৪৫ মিনিট বক্তৃতা দেন। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে তার প্রতি প্রশ্ন ছিল, অলিম্পিক গেমসের আয়োজক হতে আগ্রহী শহরগুলোর কী কী করা উচিত, প্রতিটি শহরে অলিম্পিকের ধারাবাহিকতা কী হবে, সামাজিক ব্যবসা কীভাবে অপরাধ সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবেলা করবে, অবসর গ্রহণকারী অলিম্পিক অ্যাথলেটরা কী করবেন ইত্যাদি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.