প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছি।
একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন।
এ দেশের মানুষ আপনাদের বিতাড়িত করে ছাড়বে।
বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা কথায় কথায় গুলি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের নেতা আজ আট হাজার মাইল দূরে, নেত্রী গৃহবন্দি। আমাদের লড়াই করে এর থেকে বের হতে হবে।
যারা তারেক রহমানকে বিশ্বাস করেন তাদের একটাই কাজ, ঐক্যবদ্ধ থাকা।
আজকে শুধু তারেক রহমান কিংবা খালেদা জিয়ার লড়াই নয়।
আমাদের দেশ স্বাধীন রাখতে পারবো কি না, একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কি না সেই লড়াই।