বিমানের সহযাত্রীকে ঘুষি মেরে বিতর্কের মুখে পড়েছেন সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার সান ফ্রান্সিসকো থেকে বিমানে চড়ে যাওয়ার সময় এক যাত্রীকে কয়েকটি ঘুষি মারেন বিশ্বের অন্যতম সেরা এই বক্সার।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় টাইসনের বিরুদ্ধে।
বিমানেরই আরেক যাত্রীর মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক ৫৫ বছর বয়সী এই তারকাকে চিনতে পেরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন।
বারবার বিরক্ত করায় এক সময় আর ধৈর্য্য ধরে রাখতে না পেরে সিটের পিছনে ঝুঁকে লোকটিকে আঘাত করতে থাকেন টাইসন।