বজ্রপাত আতঙ্কে লুটিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতের আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ে লোকমান হোসেন (৪২) নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের খালেক মাঝির ছেলে।

ইটভাটার শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে লোকমানসহ শ্রমিকরা পলিথিন দিয়ে কাঁচা ইট ঢাকতে যায়।
সেখান থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে লোকমান আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত লোকমান এসবিএম ব্রিকসের ডগে কাজ করতেন।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সুফিয়ান বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বজ্রপাতে আতঙ্কিত হয়ে ইটভাটার এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.