কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।
শুক্রবার (২২ এপ্রিল) এক ইফতার মাহফিলে বক্তারা এ দাবি জানান।
তারা বলেন, আমরা কুমিল্লাবাসী কুমিল্লা নামে বিভাগ চাই। আমরা ধীরেন্দ্রনাথ দত্ত, শচীন দেব বর্মণের উত্তরসূরি।
আমরা কুমিল্লা নামেই থাকব এবং কুমিল্লা নিয়েই এগিয়ে যাব।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বৃহৎ অংশীদার। ইতিবাচক সাংবাদিকতা জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
তারা কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্যদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কুমিল্লা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।